যশোরের পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০৩:৫১ পূর্বাহ্ন   |   প্রশাসন


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর সদরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নীলগঞ্জ মহাশ্মশান মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন, যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি মন্দিরের কমিটিদের সঙ্গে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের বিষয়টি সম্পর্কে আলোচনা করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সালাউদ্দীন সিকদার অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা যশোর, মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ কোতুয়ালী মডেল থানা যশোর, অসীম কুণ্ড, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, যশোর জেলা শাখা, যোগেশ চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, যশোর জেলা শাখা সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।