উন্নত বাংলাদেশ বিনির্মাণে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ এর এক বিশেষ প্রকাশনা

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন   |   প্রশাসন



মুনশী শাহাবুদ্দীন আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নে তার ভাবনাকে প্রকাশ করেছেন "কারিগর" নামের এক বিশেষ প্রকাশনার মাধ্যমে।

গতানুগতিক শিক্ষার পুরাতন ধারনার স্থলে আধুনিক প্রযুক্তিগত দক্ষতা সম্মৃদ্ধ শিক্ষাব্যবস্থা এর নিশ্চয়তা বিধানই "কারিগর" এর মুল আলোচ্য বিষয়।

বইটি তিনি উৎসর্গ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জাতির জনকের দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে।  মুজিব জন্মশতবর্ষে  বইপত্র প্রকাশনার মাধ্যমে কারিগর বইটি প্রকাশিত আর বইটির স্বত্বাধিকারী রাখা হয়েছে মুনশী শাহাবুদ্দীন আহমেদের তিন পুত্র আকিব আহমেদ, আবির আহমেদ ও আরাফাত আহমেদকে।

 মুনশী শাহাবুদ্দীন আহমেদ ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনের সম্মানসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন।  তিনি  ১৯৮৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের  কর্মকর্তা হিসেবে লোক প্রশাসন ক্যাডারে যোগদান করেন।  তিনি বর্তমানে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।  এর আগে ছিলেন।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব।  ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, পরিবহন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম প্রধান নিবার্হী কর্মকর্তা, ঠাকুরগাঁও ও মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।  মুন্সি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ স্কাউটস এর রৌপ্য পদক প্রাপ্ত এবং বাংলাদেশ স্কাউটস এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।