বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কালকিনিতে সরকারি কর্মকর্তাদের সমাবেশ

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন   |   ঢাকা


স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহম্মেদ 


"জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান’ এই স্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কালকিনি  উপজেলায় সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্র‌তিবাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ 


শনিবার (১২ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন৷ 


এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অধ্যাপিকা তহমিনা বেগম৷ 


অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক সহ সরকারি সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, যে কোনও অবস্থা থেকেই জাতির পিতার সম্মান আমরা অক্ষুণ্ণ রাখবো। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশকে যদি মৌলবাদী বা অন্য কোনও অশুভ শক্তি অস্থিতিশীল করতে  চায়, তাহলে সবাই মিলে রুখে দাড়াবো।

ঢাকা এর আরও খবর: