কালকিনিতে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্বরণ

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ন   |   ঢাকা


স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহম্মেদ। 

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কালকিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 


রাত ১২টা ১ মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক। 


এর পরে পুষ্পস্তবক অর্পণ করেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। 


পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা বীর মুক্তিযোদা কমান্ড, কালকিনি ও ডাসার থানা, সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন বি. কলেজ, কালকিনি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, সৈয়দ আবুল হোসেন একাডেমী, কালকিনি পৌর সভা, পল্লি বিদ্যুৎ, সোনালী ব্যাংক, বিআরডিবির, কালকিনি প্রেস ক্লাব ও কালকিনি উপজেলা প্রেসক্লাব। 


আরও পুষ্পার্ঘ্য অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবীলীগ, উপজেলা ও কলেজ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। 


এছাড়া ভাষা শহীদদের স্বরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী এম এম হানিফ। 


রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই মহান ভাষাশহীদদের স্মরণে তাদের আত্বার মাগফেরাত, দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা। 


অনুষ্ঠানের আয়োজন করে কালকিনি উপজেলা প্রশাসন।

ঢাকা এর আরও খবর: