গোপালগঞ্জে মধুমতিতে ট্রলার ডুবি, নিখোঁজ ২।

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২১, ০৩:০১ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।


শনিবার দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।  


নিখোঁজ শ্রমিকেরা হলেন- বিল্লাল সুকানী ও মো. রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়।


তাদের উদ্ধারে কাজ ‍করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল।


ট্রলারে ৩ জন শ্রমিক ছিলেন।  তাদের মধ্যে একজন বের হতে পারলেও বাকি দুইজনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।


গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙর করে শ্রমিকেরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকেন। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পেছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হয়।


খবর পেয়ে আজ রবিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

জেলার খবর এর আরও খবর: