গোপালগঞ্জে ছদ্মবেশে ২ চাঁদাবাজকে আটক করেলেন ম্যাজিস্ট্রেট দিপু।

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে সড়কে চাঁদাবাজির সময় দুই পরিবহন চাঁদাবাজকে ছদ্মবেশে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু। আজ সোমবার বিকালে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে সড়কে চলাচলরত বাস, ট্রাক, নসিমন, অটোরিক্সার চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মো: জুলহাস শেখের ছেলে মো: জনি শেখ (৩২) ও সদর উপজেলার মাঝিগাতী এলাকার হারুন খানের ছেলে সাগর খান (২১)। সড়কে চাঁদাবাজির অপরাধে এদের দুই জনকে গ্রেফতারের পর ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, আজ বিকালে জনি শেখ ও সাগর খান নামে দুই চাঁদাবাজ শহরের বেদগ্রাম মোড় সড়কে বাস, ট্রাক, নসিমন, অটোরিক্সা চালকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করার সময় তাদের ছদ্মবেশে গিয়ে হাতে নাতে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে সড়কে চলাচলরত পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছে। গোপালগঞ্জ শহরকে নিরাপদ রাখতে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

জেলার খবর এর আরও খবর: