রামেক হাসপাতাল থেকে চুরি যাওয়ার ঘটনায় দুই চোরসহ নবজাতক শিশু উদ্ধার।

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২১, ১১:৪০ অপরাহ্ন   |   জেলার খবর


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ গত ২০ তারিখ বুধবার সকাল আনুমানিক ০৯.৩০ টার দিকে রাজপাড়া থানাধীন লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নং ওয়ার্ডে শ্রী মাসুম রবি দাশ এবং শ্রীমতি শিল্পি রাণী  দাস(কমলী) সাং-লক্ষীপুর আইডি বাগানপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী দম্পতির একটি কন্যা সন্তান জন্ম লাভ করেন। অতঃপর ইং ২২ তারিখ শুক্রবার সকাল ০৯.৩০ ঘটিকার সময় উক্ত নবজাতক শিশুকে অজ্ঞাতনামা মহিলা বয়স (৩৫ হইতে ৪০) দেখতে কালো, শ্যামলা বর্ণের, মুখমন্ডল গোল চেহারার মহিলা নবজাতকের মায়ের সাথে সম্পর্ক স্থাপন করে নবজাতকের মায়ের অজান্তে চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি),আবু আহাম্মদ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার(ডিবি) মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ ছয়ফুল ইসলাম, এসআই/মোঃ শাকিল হুদা জনি, এএসআই/মোঃ সাইদুল ইসলাম, কং/মোঃ মাহফিজুর রহমান, কং/মোঃ তৌহিদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোসাঃ মৌসুমি বেগম(২৩), স্বামী-মোঃ সজিব, ২। মোঃ সজিব(২৫), পিতা-মোঃ আঃ মজিদ, উভয় সাং-রাণীনগর পানির ট্যাংকি(পল্টু কমিশনারের বস্তি), থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহীদ্বয়ের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে  আসামীদ্বয়ের হেফাজত হতে চুরি যাওয়া নবজাতক শিশুকে উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় ।এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

জেলার খবর এর আরও খবর: