ঝিকরগাছায় ড্রাগন ফ্রুট ও মালটা চাষীদের সাথে কৃষি উৎপাদন বাড়াতে মতবিনিময় সভা।

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২১, ০৩:২৫ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ


যশোরের ঝিকরগাছায় ড্রাগন ফ্রুট ও মালটা চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে 

বুধবার দুপুর ১২ টার সময়, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সাইফুল ইসলামের, মেসার্স পিয়াল ড্রাগন উৎপাদন খামারের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

যশোরের কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।


তিনি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ের  মধ্যেও কৃষিতে উৎপাদন বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে কৃষকের অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। কৃষিতে এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতেও উৎপাদন বাড়াতে কৃষকেরা  সর্বত্তোম প্রযুক্তি ব্যবহার করে তারা অনেক ভালো ফসল তৈরি করতে পেরেছে। এতে কৃষকরা খুবই আনন্দিত হয়েছে।


 উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই যশোরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দীপঙ্কর দাস, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম সুমন, এগ্রিটসার্স লিমিটেডের যশোর এরিয়া ম্যানেজার বাসুদেব ঘোষ।


আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, টেরিটোরি অফিসার আতিক ইসলাম, উপজেলা অফিসার ফয়সাল হোসেন, পিয়াল ড্রাগন উৎপাদন খামারের প্রোপাইটার সাইফুল ইসলাম।

জেলার খবর এর আরও খবর: