টুঙ্গিপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ; প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ।

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মিতুল হোসেন (২৩) আদালতে আত্মসমর্পণ করেছে।


বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিতুল আত্মসমর্পণ করলে জামিন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম। গত (২০ ফেব্রুয়ারি) ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ৩ জনকে আসামী করে  টুঙ্গিপাড়া থানায় ধর্ষন মামলা দ্বায়ের করেন। মামলার আসামিরা হলো টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের  গওহরডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে  মিতুল হোসেন (২৩), টুঙ্গিপাড়া গ্রামের  আনোয়ার উদ্দিন খানের ছেলে রসুল খান (২৫), উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে রাজিব শেখ (২২)। মামলা বিবরনে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টায় কোচিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলে তিন বখাটে যুবক তার পথ রোধ করে ও গোপন স্থানে নিয়ে চেতনা নাশক স্প্রে করে ফাকা জায়গায় নিয়ে তাকে গণধর্ষণ করে। পরে রাত সাড়ে ৮ টার দিকে অচেতন অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায়। পরে গনধর্ষনের শিকার স্কুলছাত্রীর পরিবারের লোকজন চিকিৎসার জন্য টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার করে। সেখানেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৫ ফেব্রুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মেয়েটির পরিবার।

জেলার খবর এর আরও খবর: