বড়াইগ্রাম পৌরসভায় তিনটি রাস্তা কার্পেটিংয়ের উদ্বোধন।

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১১:১০ অপরাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ

 নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় পৌনে চার কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি রাস্তা কার্পেটিংয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য নবনির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়ন প্রধান অতিথি হিসাবে ৪৬ লাখ ৯৬ হাজার ৪৮০ টাকা ব্যায়ে রেজুর মোড়-লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার, ৫০ লাখ ২ হাজার ৯৮১ টাকা ব্যায়ে ধামানিয়াপাড়া সোহরাব মাষ্টারের বাড়ি হতে শমসের মোল্লার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং ৮৩ লাখ ৬৮ হাজার ৮৯৬ টাকা ব্যায়ে লক্ষীকোল বাজার হতে গোপালপুর পৌর সীমানা পর্যন্ত ১৭০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ,       লক্ষীকোল বাজার হতে গোপালপুর অভিমুখে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিলো দীর্ঘদিিন ধরে, রাস্তাটি সংস্কার করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে , এ বিষয়ে নবনির্বাচিত মেয়়়র মাজেদুল বাড়ী নয়়ন বলেন বিগত মেয়রের সময় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, তার কারণে প্রতিটি রাস্তা খানাখন্দে ভরা তাই যত দ্রুত সম্ভব পৌরসভার সকল রাস্তা সংস্কার করে পৌরবাসীর যাতায়াতের উপযোগী করার জন্য চেষ্টা করছি।


এ সময় , ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, আব্দুল আজিজ জোয়াদ্দার উপ সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, কার্যনির্বাহী মোঃ অহিদুল ইসলাম ,সাবেক প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ অপু ও সাংবাদিক মতিউর রহমান সুমন, যুব মহিলা লীগ নেত্রী মুক্তি রহমান উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: