শার্শা-নাভারনে মটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক।

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০১:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মাগুরা জেলার শ্রীপুর গ্রামের ইয়ার আলীর ছেলে  বিদ্যুৎ (৪২), একই গ্রামের অসিত কুমার দাসের ছেলে অরুপ কুমার দাস(৩৩), শার্শা উপজেলার নাভারন বাজারের মৃত সাব্দার আলীর ছেলে মৃত সাব্দার আলীর ছেলে শফিয়ার রহমান (৩৮)।


পুলিশ জানায়, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মাসুম কাজী এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল-শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ৩টার সময় শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয়কালে ওই তিনজনকে আটক করে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা হইতে চুরি করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়।


গাড়ির প্রকৃত মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের  মৃত মহরম আলীর ছেলে মোঃ হাবলুর রহমান (৩০) ঘটনাস্থলে পৌছিয়া গাড়িটি সনাক্ত করে।


এ ঘটানায় শার্শা খানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ  করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১টি চোরাই মটর সাইকেল, জাল রেজিঃ সনদপত্র। তিনটি মোবাইল সেট ও  নগদ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলার খবর এর আরও খবর: