১০ বছরের হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে বাবার কোলে ফিরিয়ে দিলো মুকসুদপুর থানা পুলিশ।

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


শহিদুল ইসলাম ঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তেলিআবদা গ্রামের আঃ মান্নান ও মাতা শাহেরা বেগমের ১০ বছরের শিশু পূত্র তানভীর গত ১২ জুন বাবার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। ১৫ জুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে স্থানীয় লোকজন শিশু বাচ্চাটিকে কাঁদতে দেখে মুকসুদপুর থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নির্দেশনায় এস,আই গোলাম কিবরিয়া শিশু বাচ্চা তানভীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু বাচ্চাটির সাথে কথা বলে এবং বিভিন্ন মাধ্যমে শিশুটির ঠিকানায় যোগাযোগ করে অবশেষে তার বাবার সাথে মোবাইলে কথা বলে তার হারিয়ে যাওয়া শিশু তানভীর কে খুজে পাওয়ার বিষয়ে জানানো হয়। অবশেষে হারানো সন্তানের জন্য  বাবা ১৬, জুন ২০২১, সকালে মুকসুদপুর থানায় আসলে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাচ্চাটিকে বুঝে দেন। বাচ্চার বাবা সন্তান খুজে পেয়ে মুকসুদপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খুশিতে আত্মহারা হয়ে পড়ে।

জেলার খবর এর আরও খবর: