তেঁতুলবাড়িয়া লিপি আক্তার স্ত্রীর দাবি নিয়ে ১৩ নং নিশানবাড়ীয়া রবিউল ইসলাম এর বাড়িতে।

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২১, ০২:৩৯ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


স্টাফ রিপোর্টারঃ মোঃ পলাশ হাওলাদারঃ

 বাগেরহাট, মোড়েলগঞ্জ উপজেলার, তাফালবাড়ি গ্রামের মেয়ে লিপি আক্তার, স্ত্রীর দাবি নিয়ে এসেছেন ১৩নং নিশানবাড়ীয়ার ইউনিয়নের মৌলভীবাজারের ছেলে রবিউল ইসলাম এর আব্বু আম্মুর কাছে। এই প্রসঙ্গে সাক্ষাৎকারের রবিউল ইসলাম বলেন-আমার ওপর জেলা-বাগেরহাট নোটারী পাবলিকের কার্যালয় ৯ই নভেম্বর২০২০ তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২ এ আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যাহার মামলা নং ৬৬/২০২০ ধারা:নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনীয় ২০২০ এর ৯- উক্ত মামলার সম্বন্ধে অবগত হইয়া মামলার নকল তুলিয়া দেখতে পারি যে আমার নামা কারণে গত ইংরেজি ১০ই সেপ্টেম্বর ২০২০ তারিখে ১৬৭৩নং একটি বিবাহের এবিডেবিড সৃজন করা হইয়াছে উক্ত এ্যাফিডেভিট সম্বন্ধে আমি কিছুই জানিনা। রবিউল ইসলাম আরও বলেন- আমার মান সম্মান নষ্ট করিবার উদ্দেশ্যে একটি মিথ্যা হয়রানি করার কারণে উপযুক্ত কাগজপত্র দেখিয়ে ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু ডিলার ও১৪ নং বারইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান শফিকুল ইসলাম লাল কে একটি মীমাংসা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: