সৌদি প্রবাসী মোঃ জসিম উদ্দিন ফকির (ঝিল্লাল) ৫ নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন।

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২১, ০১:১৪ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


স্টাফ রিপোর্টার, 

আমি মোঃ জসিম উদ্দিন ফকির (ঝিল্লাল) আমার গ্রাম এর বাড়ি গাড়লগাতি। আমার জন্ম ১৯৭৪ সালে।  আমি Hsc পাস করে পরিবারের তাগিদে প্রবাসে চলে আসি। ১৯৯৩ সালে আমি বহুগ্রাম ছাএ লীগের সাধারণ সম্পাদক  ছিলাম। এবং রামদিয়া সরকারী কলেজের ৯৩/৯৪ শিক্ষা সনে আমি ক্রীড়া সম্পাদক ছিলাম। দীর্ঘ ১২ বছর সৌদিআরব রিয়াদে একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে জব করি। পাসা পাসি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে। প্রবাসে ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি। বর্তমানে আমি রিয়াদ মহানগর যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা রিয়াদস্হ ঐক্য ফোরামের সহ-সভাপতি পদে আছি।  আমি দীর্ঘ  ৮/৯ মাস দেশে ছিলাম। আমার  নিজ চোখে দেখেছি আমার গ্রামে কনো কাজ হয় নাই তুলনা মুলক। অন্যান্য ইউনিয়নের তুলনায় আমার বহুগ্রাম ইউনিয়নের খুব কাজ কম হয়েছে।  আমাদের গ্রামে একটি মাএ  রাস্তা যেখানে প্রায় ২০০০ ভোটারের বসবাস।  জনগণের দূরভোগের কথা চিন্তা করে।  আমি  চেয়ারম্যান প্রার্থী হয়েছি। চেয়ারম্যান  পদে নির্বাচিত হতে পারলে  প্রথমে আমি ইটের রাস্তা টি পাকা করনের আওতায় আনবো। আমি আপনাদের সর্বাতক সহযোগিতা কামনা করছি।  তাই আমি গাড়লগাতি গ্রাম সহ পুরা ইউনিয়ন বাসির কাছে সহযোগিতা চাচ্ছি। আমাকে যদি আপনারা সুযোগ দেন আমার সততা দিয়ে আপনাদের পাসে থাকে খেদমত করতে চাই।  আমাকে যদি বহুগ্রাম বাসি খেদমত করার সুযোগ দেন তাহলে আমি পুরা ইউনিয়নের মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দালালমুক্ত ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং পুরা ইউনিয়নের বয়স্ক ভাতা বিধবা ভাতা ভিজিএফ কার্ড এর বিনিময় কোন অর্থ লেনদেন করতে দেব না। এবং  ইউনিয়নের যত চৌকিদারি টেক্স আদায় করা হয় তা  আমি মওকুফ করে দেবো ইনশাআল্লাহ।  ইউনিয়নে যত টিয়ার কাবিখার কাজ আসে আপনাদের হিসাব দিবো। আমার ইউনিয়নের ভিতর কোন বাল্য বিবাহ হতে দিবো না। কোন জুয়ার আসর তাসের আসর বসতে দেব না। আমার ইউনিয়ন কে মুকসুদপুরের ভিতরে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন আমি সৌদি আরব আছি তবে তফসিল  ঘোষণার সাথে সাথে আমি দেশে চলে  আসবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: