যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদন-২ (লালমনিরহাট জেলা)

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


লিটন ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি,


৩১-০৫-২১(সোমবার) NCTF শিশু সাংবাদিক ও শিশু গবেষকদের সঙ্গে মিটিং, সাংবাদিকতা ও গবেষণা বিষয়ক কর্মশালা: 



  লালমনিরহাট জেলার NCTF কমিটির দুইজন শিশু সাংবাদিক ও দুইজন শিশু গবেষকদের নিয়ে একটি ছোট কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সংবাদ, সংবাদ লিখা, প্রতিবেদন তৈরি, গবেষণার কৌশল ও কোন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া সেখানো হয়। কর্মশালার শুরুতে তাদের একটি করে সংবাদ/প্রতিবেদন লিখতে বলা হয়। তারা চমৎকার ভাবে *যৌতুক এর করাল গ্রাসে আজকের সমাজ, *ফ্রি ফায়ার ও পাপজি গেমে আসক্ত শিশু কিশোর, *এনসিটিএফ এর মাসিক সভা, *NCTF সভা স্মরণিকা শিরোনামে সংবাদ/প্রতিবেদন লিখেন। এরপর সমাজের সমস্যা চিহ্নিত করণ ও সমস্যার উপর গবেষণা প্রতিবেদন তৈরি সেখানো হয়। কোন বিষয়ের উপর সাক্ষাৎকার গ্রহণ করার জন্য প্রশ্ন তৈরি ও কৌশল সেখানো হয়। কর্মশালার শেষ পর্যায়ে একটি বাস্তবভিত্তিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এসময় শিশু সাংবাদিক ও শিশু গবেষকরা সদর হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা জনাব এরশাদ আলী এর কাছে শিশু সুরক্ষা ও অধিকার বিষয় এর উপর সাক্ষাৎকার গ্রহণ করেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: