শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না ভালো মানুষ‌ও হতে হবে -মোশরফ হোসেন বাবু।

 প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন   |   শিক্ষা


বাদশা আলী, ফুলবাড়ী -পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি


“সুন্দর আগামীর প্রত্যাশায়” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফুলবাড়ীস্থ তোফাজ্জল-মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বাবুর পৃষ্ঠপোষকতায় গ্রীণল্যান্ড মডেল স্কুল চত্বরে সংবর্ধনার আয়োজন করা হয়।

গ্রীণল্যান্ড মডেল স্কুলের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও শিক্ষক হারুন উর রশীদ হারুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু,  টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, পরিচালক (প্রশাসন) প্রভাষক মোর্করম হোসেন বিদ্যুত, টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের পরিচালক শিরিন আক্তর, প্রভাষক মাসুমা আক্তার বেবী, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী ও শিক্ষক মাহাবুব সরকার প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ,দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, কার্যকরী সদস্য নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, সদস্য দৈনিক তিস্তার সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেনসহ শিক্ষার্থীদের অভিভাবকসহ সুধিজন উপস্থিত ছিলেন।

শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পূর্বক সম্মাননা স্মারক ক্রেস্ট ও বই প্রদান করেন ফুলবাড়ীস্থ টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও তোফাজ্জল-মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্টপোষক আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বাবু।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের ২ জন, সিদ্দিসি উচ্চ বিদ্যালয়ের ২ জন, উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়, দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী কলোজিয়েট উচ্চ বিদ্যালয়, মুরারীপুর উচ্চ বিদ্যালয়, সমশের নগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন এবং খজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসায় ৮ জন, উত্তর রঘুনাথপুর দাখিল মাদ্রাসায় ২ জন এবং ফুলবাড়ী ডিএসএম ফাজিল মাদ্রাসা ও আমডুঙ্গি ইমাম উদ্দিন চৌধুরী আলিম মাদ্রাসা থেকে ১ জনসহ ঢাকাস্থ রাজউক উত্তরা মডেল কলেজের ১ জন রয়েছেন।

শিক্ষা এর আরও খবর: