পুর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:০৬ অপরাহ্ন   |   শিক্ষা


ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারীপুর জেলায় কালকিনি উপজেলার, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি উপলক্ষ্যে প্রাক্তন  শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ মাস ব্যাপী প্রিতি ফুটবল টুর্নামেন্ট -২০২০ আয়োজন করা হয়।

এতে আজ, ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ,কালকিনি উপজেলা শাখার সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম এম পি ( সংরক্ষিত মহিলা আসন-৩৪১) বিশেষ অতিথি ছিলেন,মোঃ তৌফিকুজ্জামান শাহিন, সধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কালকিনি উপজেলা শাখা।

সরদার মোঃ লোকমান হোসেন যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, কালকিনি উপজেলা শাখা। মোঃ এনায়েত হোসেন হাওলাদার মেয়র, কালকিনি পৌরসভা ও সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ, কালকিনি উপজেলা শাখা, মোঃ খলিলুর রহমান, ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন প্রাধান শিক্ষক,কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ হুমায়ুন কবির,প্রাক্তন শিক্ষক,কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ এমদাদুল সরদার, চেয়ারম্যান বি,আর,ডি,বি,কালকিনি উপজেলা, ও সাধারন সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ,কালকিনি উপজেলা শাখা, সবাই একাত্রে বসে ২০১৪ ও ২০১৮ ব্যাজের মধ্যকার ফাইনাল খেলাটি উপভোগ করেন,৩০+৩০=৬০ মিনিটের খেলা অ-মিমাংশিত ভাবে শেষ হয়,পরে অবশ্য টাইব্রেকারে খেলার ভাগ্য নির্ধারণ হয়, প্রথমে ৫টি করে সট দেয়া হয়,আর তাতেও ড্র থাকে,এর পর ১টি ১টি করে সটে খেলার ভাগ্য নির্ধারণ হয়,এতে করে ২০১৪ ব্যাচ ১ গোলে এগিয়ে যায়, ২০১৪ ব্যাচ জয়লাভ করেন,২০১৮ ব্যাচ ভালো খেলার পরেও রানার্স আপ হন,তবে ২০১৮ ব্যাচের খেলোয়ার তুষার মাহামুদ ফাহিমের গুলকিপার হিসাবে সবার প্রসংশা কুড়িয়ে নেন,মাঠের সমস্ত প্রসংশা যেন তার খেলার কাছে অনেক কম মনে হচ্ছিল, তুষার মাহামুদ ফহিম অবশ্য শেরা খেলোয়াড়ের পুরুস্কার টি নিজের করে নেন, খেলা শেষে সভাপতি তার বক্তব্যে তুষার মাহামুদ ফাহিমের প্রসংশা করেন,এবং বলেন আমরা সবাই যেন বেশি বেশি খেলার আয়োজন করি তাতে করে আমাদের ছাত্ররা নেশা ও অ-সামাজিক কাজ থেকে দুরে থাকবে, ছাত্ররা যেন নেশা ও অ-সামাজেক কাজ থেকে দুরে থাকে এই আহব্বান যানিয়ে বক্তব্য শেষ করেন, পরে বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

শিক্ষা এর আরও খবর: