কাবুলে বোমা হামলায় দেহরক্ষীসহ জেলা পুলিশপ্রধান নিহত

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


আলোচিত বার্তা ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় দেহরক্ষীসহ এক জেলা পুলিশপ্রধান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। বুধবার শহরটিতে মোট চারটি বোমার বিস্ফোরণ হয় বলে রয়টার্স জানিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, এ দিন তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাই তার দেহরক্ষীসহ নিহত হয়েছেন। হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

ডিস্ট্রিক্ট ফাইভ এলাকাটি কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র। এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত দুদশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।

আন্তর্জাতিক এর আরও খবর: