কাশিয়ানীর ৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত।

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৪ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ৮ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তার এস এম শাহাজাহান সিরাজের অপু তত্বাবধানে সর্ব প্রথম উপজেলা পরিষদ সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ।এ সময় উপস্থিতিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ,সমাজ সেবা কর্মকর্তা এস এম ওয়াহিদুজ্জামন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাজী গোপালগঞ্জ হ্যাচারীর ব্যবস্থাপক মোঃ আসলাম আলী, মৎস্য অফিস কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ অপু জানান, এ দিন রাজস্ব খাত থেকে বরাদ্দকৃত ১ লাখ টাকা মূল্যের ৪ শ’ কেজি মাছের পোনা কাশিয়ানী উপজেলার পরিষদ পুকুর ,ভূমি অফিস, থানা ,পদ্যবিলা আশ্রায়ন,দরিপদ্যবিলা আশ্রয়ন. হাইশুর বৃদ্ধাশ্রাম,নিজামকান্দি হাইস্কুল ও মহেশপুর এতিম খানাসহ মোট ৮টি প্রাতিষ্ঠানিক জলাসয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হলো।

কাশিয়ানী এর আরও খবর: