কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মীভূত।

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০১:২৩ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে নয়ন ষ্টোর ও কাজী বস্ত্রালয়ে নগদ সাত লাখ টাকাসহ কোটি টাকার ক্ষতি। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূত্রের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাজার কমিটির সভাপতি রাজিব মোল্লা জানায়,’ স্বনামধন্য পুরানো ব্যবসায়ী নয়ন সরকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন। তিনি ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তা দাবি করেন।

কাশিয়ানী এর আরও খবর: