মুকসুদপুরে সাহিত্য সংকলন ,, স্বপ্নপুর,,এর দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব বই এর মোড়ক উন্মোচন।

 প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৬:৪১ অপরাহ্ন   |   মুকসুদপুর


শহিদুল ইসলাম শহিদ ঃ


মোর বীণা ওঠে কোন সুরে বাজে

,কোন নব  চঞ্চল ছন্দে  এ শ্লোগানের ভিত্তিতে সাহিত্য সংকলন 'স্বপ্নপুর' এর দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

,,স্বপ্নপুর,,বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।১২ মার্চ ২০২১, শুত্রুবার বিকাল ৪ টার সময়ে গোপালগঞ্জের উপজেলা মুকসুদপুর পৌরসভাধীন পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে  "স্বপ্নপুর "- এর আয়োজনে  এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় 

স্বপ্নপুরের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে জুবিল্যান্ড ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় স্বপ্নপুরের সম্পাদক মাহমুদ সিমান স্বাগতম বক্তব্য রাখেন। 

এসময়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তৌহিদুল হক বকুল, ভাংগা সরকারী কে,এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েত হোসেন ঢালী, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান, মরহুম তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্ষন) সিনিয়র শিক্ষক সাফায়েত ঢালী, কামরুজ্জামান খান মুক্তা, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুন রশিদ মিরন, জাতীয় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, সঙ্গীত শিল্পী জিল্লুর রহমান দুলাল, দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রানা,খান্দারপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী বাদল মল্লিক, সরকারি মুকসুদপুর কলেজের প্রফেসর মাহবুব হাসান বাবর,সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুমার কুন্ডু,লেখক,গবেষক ও শিক্ষক সুমন্ত রায়,কবি সাহিত্যক মাহফুজ রিপন ও নতুন প্রজন্মের লেখক মুজাহিদ মহাসিন ইমুন প্রমুখ।

 অতিথিবৃন্দ সাহিত্য সংকলন " স্বপ্নপুর" এর দ্বিতীয় সংখ্যার প্রকাশনা বই এর মোড়ক উন্মোচন করেন পরে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর এর আরও খবর: