সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


শহিদুল ইসলাম শহিদ ঃ

স্বাস্থ্যবিধি মেনে গত ২৩/০৩/২০২১ খ্রিঃ তারিখ থেকে ২৫/০৩/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত  সরকারি মুকসুদপুর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান। ২৩ মার্চ, ২০২১ তারিখ বিকাল ৫.০০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে ২৪ মার্চ, ২০২১ তারিখ রাত ৮.০০ টায় মনোমুগ্ধকর তাঁবুজলসা এবং ২৫ মার্চ, ২০২১ তারিখ সকাল   ১০.০০ টায় দুটি গ্রুপে মোট ১০ জন রোভার সহচরকে দীক্ষা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর কে. এম. কওসার আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক জনাব মোঃ মজনুর রশীদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্র বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব জনাব কবির উদ্দিন আহাম্মেদ , প্রভাষক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ এবং জনাব ফিরোজ মাহমুদ, প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপ কমিটির সকল সদস্য সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক জনাব এস. এম. ওয়ালিউর রহমান।

মুকসুদপুর এর আরও খবর: