জামালপুরের মেষ্টায় র‌্যাবের অভিযান, নিষিদ্ধ কারেন্টজাল ও পলিথিন উদ্ধার।

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন   |   ময়মনসিংহ


শাহীন আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারে নিষিদ্ধ কারেন্ট জালের জন্য অভিযান পরিচালনা করেছে জামালপুর র‌্যাব-১৪। শনিবার বিকালে হাজিপুর বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেলাল ও সুরুজের বাড়ি হতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে র‌্যাব। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদা বেগম ও সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা শরিফা আক্তারের উপস্থিতিতে উদ্ধারকৃত কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির অপরাধে ৩ জনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই দিনে হাজিপুর বাজারে অভিযান চালিয়ে এক দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলথিন উদ্ধার করে জামালপুর র‌্যাব-১৪। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত পলিথিন জব্দ এবং ওই পলিথিন বিক্রেতাকে পলিথিন বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় জামালপুর র‌্যাব-১৪ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান জামালপুর র‌্যাব-১৪ এর উর্দ্ধতন কর্মকতারা।

ময়মনসিংহ এর আরও খবর: