ফুলগাজীতে জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে এমপি শিরীন আখতার'র মতবিনিময় সভা

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২১, ০২:৪৪ অপরাহ্ন   |   জাতীয়




সাখাওয়াত হোসেন, ফেনীঃ

ফেনীর ফুলগাজীতে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার’র সাথে ফুলগাজীর কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে ফুলগাজী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, ফুলগাজী থানা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, ফেনী জেলা জাসদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা হারুন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, ফুলগাজী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সেকান্দার আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় শিরীন আখতার এমপি সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক ও রাস্তাঘাট নির্মাণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। এবং জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দেয়া বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বস্থ করেন।


এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে শিরীন আখতার এমপি’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তারগণ উপস্থিত ছিলেন।



জাতীয় এর আরও খবর: