ছাগলনাইয়া'য় ঘোপাল তদন্ত কেন্দ্র ও ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জাতীয়




সাখাওয়াত হোসেন(ছাগলনাইয়া) প্রতিনিধি

একুশে প্রথম প্রহরে ফেনী ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নে মহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ঘোপাল তদন্ত কেন্দ্র ও ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্য বৃন্দ।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘোপাল তদন্ত কেন্দ্র পক্ষ থেকে তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ শাহীন মিয়া নেতৃত্বে তদন্ত কেন্দ্র পুলিশ সদস্য বৃন্দ  শহীদ মিনারে ভাষা শহীদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফাজিলপুর (মহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার। ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যবৃন্দ নিয়ে একুশে প্রথম প্রহরে সার্জেন্ট সোহেল সরকার ভাষা শহীদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এইসময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম , ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু  সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী  বৃন্দ। 




জাতীয় এর আরও খবর: