সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থী সহ মোট ১২১ মনোনয়নপত্র জমা দিয়েছেন

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৪:২৫ অপরাহ্ন   |   রাজনীতি


নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (রোববার) ২০ ডিসেম্বর এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী ।


মেয়র পদে  মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন রাফিকা আকতার জাহান (আওয়ামী লীগ মননীত প্রার্থী),  অ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান (বিএনপি),  সিদ্দিকুল আলম (জাপা),  হাফেজ মো. নুরুল হুদা (বাংলাদেশ ইসলামী আন্দোলন), সাবেক এমপি ও বর্তমান মেয়র মো. আমজাদ হোসেন সরকার (স্বতন্ত্র) এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রবিউল আউয়াল (স্বতন্ত্র)।


 

পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ৯৩ জন। এছাড়া পাঁচটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।


মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।এই নির্বাচন আগামী ১৬ জানুয়ারী ইভিএমএ ভোট গ্রহন করা হবে।

রাজনীতি এর আরও খবর: