দলীয় শৃঙ্খলা লঙ্ঘনে ছাগলনাইয়ার ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২১, ০৪:০৮ পূর্বাহ্ন   |   রাজনীতি




সাখাওয়াত হোসেন  (ছাগলনাইয়া /ফেনী/প্রতিনিধি) 


ফেনীর ছাগলনাইয়া ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। তিন জনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। 



অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণে ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের।  তাই তিন জনকে ফেনী জেলা ছাত্র দলের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।




বহিষ্কার হওয়া তিন সদস্য হলেন- শাহাদাত উল্ল্যাহ, আব্দুল মোতালেব বিকাশ ও নাজিম উদ্দিন।


সোমবার (৪ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত তিন সদস্যকে সাংগঠনিক পদ-পদবীর ব্যবহার ও সংগঠনের গঠনতান্ত্রিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হলো।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।



ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, জেলা ছাত্রদলের সিদ্ধান্তকে অমান্য করে তারা ছাগলনাইয়া উপজেলা কমিটির বিপরীতে পাল্টা কমিটি করে। এটি দলের প্রকাশ্যে শৃঙ্খলা লঙ্ঘন করা।

রাজনীতি এর আরও খবর: