নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৮।

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১১:৪২ অপরাহ্ন   |   রাজশাহী


২৬শে নভেম্বর বৃহস্পতিবার ২০২০

নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮জন আহত হয়েছে। 

বুধবার বিকালে বড়াইগ্রাম উপজেলার দেওগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, একই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নাসিমা বেওয়া, মৃত নূর আলীর ছেলে ছামের আলী ও ইয়াকুব আলী, মৃত জমার উদ্দিনের ছেলে বিশু, সুখ চাদের ছেলে স্বপন, ছামের আলীর ছেলে এনামুল।

সূত্রে জানা গেছে, উপজেলার দেওগ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মুনসুর রহমান বিভিন্ন লোকের কাছ থেকে জীবন বীমা কোম্পানির কিস্তির টাকা সংগ্রহ করেন। ভুক্তভোগী অনেকের অভিযোগ, মুনসুর আলী বীমার মেয়াদ শেষ হওয়ার পরেও একই গ্রামের ছামের আলীর ছেলে এনামুলসহ অন্যান্য গ্রাহকের জমাকৃত টাকা ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন। এদিকে মুনসুরের ভাই আনিসুর ৪০ হাজার টাকায় এনামুলের কাছ জমি বন্ধক রাখে। সম্প্রতি আনিসুর জমি বন্ধকের টাকা এনামুলের কাছ থেকে ফেরত চাইলে মুনসুরের কাছ থেকে টাকা পাওয়ার পরেই টাকা পরিশোধ করবে বলে জানায়। এনিয়েই শুরু হয় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ।উল্লেখ থাকে যে গত ছয় মাস আগে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে  কিল ঘুসাঘুসি হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় । এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ  ৮ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম  জানান, এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।