করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন   |   রংপুর



মোঃ আবু তাহের নীলফামারী ব্যুরো প্রধানঃ

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ি খালপাড়া গ্রামে। জানা যায়, উক্ত গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে ওলিয়ার রহমান (৬৫) গত সপ্তাহে নারায়নগঞ্জ হতে তাবলীগ জামাত থেকে বাড়ী ফিরে। বাড়ী এসে জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (৮এপ্রিল) ভোর ০৪.০০ নিজবাড়িতে তিনি মারা যান। এতে করে ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সংবাদ পেয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান,সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘনাস্থলে গিয়ে বাড়িটি লকডাউন করে দেয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিমসহ একটি মেডিকেল দল ওই মৃতের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে। বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।


তবে  করোনা আতংকে বৃদ্ধের জানাজায় এলাকাবাসী ও স্বজনরা কেউ সাড়া না দেয়ায়। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সহায়তায় বৃদ্ধের ২ছেলে ও পুলিশ সদস্যগণ জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরে দাফন করা হয়। অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, বৃদ্ধের স্ত্রী ও ২ ছেলে ছাড়া বাড়ীতে কেউ নেই। আমি সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে সেখানে যাই।


কিন্তু আমি হতবাগ হই, সবাইকে অনুরোধ করার পরেও জানাজায় এলাকাবাসী,আত্নীয় স্বজন কেউ এগিয়ে আসেনি। শেষে বৃদ্ধের ২ ছেলেকে সাথে নিয়ে আমাদের পুলিশ সদস্যরা মিলে আজ দুপুরে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করি। নমুনার রির্পোট না আসা পর্যন্ত   বাড়িটি লকডাউন এর নিদের্শ দেয়া হয়েছে।

রংপুর এর আরও খবর: