কৌতিনহো কি আবারো প্রিমিয়ার লিগে যাচ্ছে!

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০২:৩১ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টারঃ আউয়াল ফকির,

গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান ফিলিপে কৌতিনহোকে বিক্রি করতে চায় বার্সেলোনা। সম্ভবত নতুন বছরের জানুয়ারি মাসের ট্রান্সফারে কৌতিনহো বিক্রি করতে চায় বার্সা। কৌতিনহোর মার্কেট ভ্যালু ৫৬ মিলিয়ন ইউরো। তাকে কিনতে ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। ক্লাবগুলো হলো- আর্সেনাল, চেলসি, লিভারপুল, টটেনহাম এবং নিউক্যাসল ইউনাইটেড ও এভারটন। যদিও জুভেন্টাস আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু তারা এখন পর্যন্ত কিছুই জানায়নি।


কৌতিনহোকে বিক্রি করার কারণ হচ্ছে বার্সা নেইমার বা লাউতারো মার্টিনেজকে কিনতে চায়। তারা এই লক্ষ্যে কাজ করতেছে। যাইহোক, কৌতিনহোকে বিক্রি করার ফলে যে অর্থ আসবে তা দিয়ে বার্সার ট্রান্সফার বাজেট শক্তিশালী হবে যা বার্সাকে একটু আর্থিকভাবে শক্তিশালী করবে।


সব প্লেয়ারদেরই স্বপ্ন থাকে বার্সা/রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়া। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন কৌতিনহো। উল্লেখ্য, লিভারপুলের হয়ে ৫৪ গোল ও ৪৩ এসিস্ট করেছেন কৌতিনহো। তাছাড়া, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সিজনের জন্য লিভারপুলের প্লেয়ার অফ দ্যা সিজন হয়েছিলেন ফিলিপে কৌতিনহো। 


যেখানেই যাও নিজেকে প্রমাণ করো। সবসময়ই শুভকামনা রইলো আলোচিত বার্তার পক্ষে থেকে জাদুর কৌটা।

খেলাধুলা এর আরও খবর: