মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিদিনের ব্যাডমিন্টন খেলা।

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:৩২ অপরাহ্ন   |   খেলাধুলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

"খেলা হোক মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার"

 এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়মিত প্রতিদিন চলছে ব্যাডমিন্টন খেলা।

কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতিদিনের এই খেলায়, কর্ম ব্যস্ততা শেষ করে নিয়মিত অংশগ্রহণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল (এ এস পি) মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান, কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, প্রফেসার নিউটন, জয়নগর কলেজের প্রফেসর প্রদীপ কুমার, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল আলম মুন্না,আদ্-দ্বীন ম্যানেজার মজনু হাওলাদার ও কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ভিপি কে এম মোরশেদ। সার্বিক সহযোগিতায়, শফিকুল খন্দকার, অভি, মুজাহিদ খন্দকার, পুলিশ কনস্টেবল আশরাফ, মিঠুন মোল্লা ও ওবায়দুর খন্দকার।

প্রতিদিনের এই খেলার আয়োজনে কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ এর কর্তৃপক্ষ।

এছাড়াও, কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে উপজেলায় স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে প্রতিদিন নিয়মিত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। নিয়মিত এই খেলা আরো অনুষ্ঠিত হয় কাশিয়ানী থানা মাঠসহ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ও প্রতিটি গ্রামের খেলার মাঠ গুলোতে।

খেলাধুলা এর আরও খবর: