আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১, ০১:০২ পূর্বাহ্ন   |   খেলাধুলা




সাখাওয়াত হোসেন,  ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নস্থ পূর্ব ঘোপাল একতা সংসদ'র আয়োজনে সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় মুহুরী পুকুর পাড়ে পূর্ব ঘোপাল একতা সংঘের ক্লাবের সামনে আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলার  সাধারণ সম্পাদক প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন'র সঞ্চালনায় ও জিএইচপি ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক লায়ন নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী, দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক, দ্বীন গ্রুপের পরিচালক আশিকুর রহমান।


জমকালো আয়োজনে বিভিন্ন ব্যানার ফেস্টুন আলোকসজ্জায় দুই ফাইনালিস্ট এর পাল্টাপাল্টি আক্রমনে খেলাটি উপভোগ করেছে আগত অতিথিবৃন্দ সহ শত শত দর্শক। ধারাভাষ্যকার ফারুক চৌধুরী'র শব্দ চয়ন যেন দর্শকের মধ্যে আরো নতুন আনন্দে মেতে উঠে।


ফাইনাল খেলায় ঘোপাল ইউনিয়ন খেলোয়াড় কল্যান সমিতিকে ০-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ছাগলনাইয়া খেলোয়াড কল্যান সমিতি। খেলাটি পরিচালনা করেন ফেনী জেলা রেফারি সংস্থার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহযোগীতায় ছিলেন, রেফারি মোঃ দেলোয়ার ও হারাদন চৌধুরী। খেলোয়াড়দের সুরক্ষার্থে নিয়োজিত ছিলেন পল্লী চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম।    


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরুষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ মনোনীত হয়েছে ছাগলনাইয়া খেলোয়াড় কল্যান সমিতির মোঃ নাজমুল হাসান রাসেল। এসময় সামাজিক ও ক্রীড়া অঙ্গনে অবদান রাখায় প্রায় ২০ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন আয়োজক কমিটি।               

আলহাজ্ব গনি আহমেদ বলেন, আগামীতে এইরকম খেলা আরো আয়োজন হবে। খেলা হবে।      


এসময় আরো উপস্থিত ছিলেন, ঘোপাল তদন্ত ইনচার্জ মোঃ শাহীন মিয়া, সাবেক ইনচার্জ শহীদুল ইসলাম, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সদস্য মোমিনুল হক পাটোয়ারী, পূর্ব ঘোপাল একতা সংসদ'র সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, বেলায়েত হোসেন, শাখাওয়াত হোসেন পাটোয়ারী, শামীম ভুঁইয়া, হাবিবুর রহমান, জহিরুল হক, নুর উদ্দিন সেলিম, আক্তার হোসেন পাটোয়ারী, তালেব হোসেন, ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, পূর্ব ঘোপাল একতা সংসদ'র সকল সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সহ এলাকাবাসী।


উল্লেখ্য যে, আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট গত পহেলা জানুয়ারী থেকে ১৬ টি দল দিয়ে নক আউট পর্বে খেলা শেষে ছাগলনাইয়া খেলোয়াড় কল্যান সমিতি বনাম ঘোপাল ইউনিয়ন খেলোয়াড় কল্যান সমিতি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনাল খেলায় মুখোমুখি হয়।

খেলাধুলা এর আরও খবর: