কাতারে বিশ্বের প্রথম স্টেডিয়াম যা শীতাতাপ নিয়ন্ত্রিত

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৬:৪৭ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার, আউয়াল ফকির,


কাতারের জসীম বিন হামাদ স্টেডিয়াম পৃথিবীর প্রথম এবং একমাত্র রুফলেস এয়ারকন্ডিশন্ড বা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম। 

এটি ১৯৭৮ সালে নির্মাণের পর ২০১৬ সালে বিশ্বকাপ উপলক্ষে সংস্কার করে এয়ারকন্ডিশন্ড করা হয়। এটিই কাতারের বিখ্যাত ক্লাব আল সাদের হোম ভেন্যু যার বর্তমান কোচ স্পেন এবং বার্সেলোনার কিংবদন্তী মিডফিল্ডার জাভি। 


স্টেডিয়ামটির শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেম এতটাই কার্যকর যে এখানে এর আগে খেলে যাওয়া এক ফুটবলারের মতে, “বাইরে তীব্র গরম হলেও স্টেডিয়ামে প্রবেশ করলেই আপনার পুরো শরীর ঠান্ডা এবং সতেজ হয়ে যাবে। এমনকি ম্যাচের ৮৫ মিনিটেও যখন এসির ঠান্ডা বাতাস আপনার গায়ে লাগবে তখন নিজেকে এতটাই ফ্রেশ মনে হবে যেন মাত্র মাঠে নেমেছেন।” 


দোহায় ৪৩° সেলসিয়াস তাপমাত্রা থাকলেও স্টেডিয়ামে ভিতর তাপমাত্রা রাখা হবে ২২° থেকে ২৭° এর মধ্যে। এবং হিউমিডিটি বা আদ্রতা থাকবে শূণ্য এর ঘরে।

খেলাধুলা এর আরও খবর: