যশোর শার্শা মাদক মামলায় ইয়াকুব হোসেনের সাত বছরের কারাদণ্ড

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

যশোরে শার্শা মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা 


অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব হোসেনের বাড়ি শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে।


আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় ডিবি পুলিশ গোপনে সংবাদ পেয়ে মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াকুবকে আটক করে। ওইসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। 


মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সর্বশেষ, রোববার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সারাদেশ এর আরও খবর: