নাটোর-১ আসনের সাবেক সংসদ শহিদুল ইসলাম বকুল এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল এর দেশ ত্যাগে নিষেধাঙ্গা দিয়েছে আদালত।
বিগত সরকারের সময়ে দুর্নিতিগ্রস্থ বেশ কয়েক জন মন্ত্রী ও এম পি এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক এর পৃথক টিম।
দুদক এর উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম সাবেক ১৩ মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে কাজ করছে। তাই ওইসব মন্ত্রী এমপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞ চেয়ে আদালতে আবেদন করলে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এ তালিকায় রয়েছেন নাটোর-১ ( লালপুর - বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এছাড়া এ তালিকায় যারা রয়েছেন তারা হলেনঃ
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সাবেক মন্ত্রী ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মহিববুর রহমান।
উল্লেখ্য ২০১৮-২০২৩ মেয়াদে শহিদুল ইসলাম বকুল এ আসনে সংসদ সদস্য ছিলেন।