মিথ্যা সংবাদের প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি,রাজপথের লড়াকু সৈনিক,মতিয়ার রহমান সরকারের বিরুদ্ধে ইতিপুর্বে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আজ শনিবার (৭ অক্টোবর) বেলা ৩ টায় থানা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জননেতা মতিয়ার রহমান সরকার বলেন,গত ৪ সেপ্টেম্বর "দৈনিক যুগান্তর" অন লাইন সংস্করনে "সলঙ্গায় আ'লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার আঁতাতের বৈঠক","জাগো নিউজ ২৪ ডট কম" অনলাইনে "মামলা ইস্যুতে আ'লীগ-বিএনপি নেতাদের গোপন বৈঠক" ও ৫ সেপ্টেম্বর "দৈনিক কালবেলা" পত্রিকার অন লাইন ও ফেসবুক গ্রুপে "আ'লীগ- বিএনপি নেতাদের গোপন বৈঠক" শিরোনামে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তাহা মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক সংবাদ মাত্র।একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য/ ভিডিও দিয়ে এমন কাল্পনিক সংবাদ প্রকাশ করে শুধু আমার মান সম্মান ও ব্যক্তি জীবনের সম্মানই ক্ষুণ্ন করেন নি বরং দলের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান,ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে স্বৈরাচার আ'লীগ খুনি হাসিনার গণঅভ্যথানের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মোতাবেক সলঙ্গা থানা বিএনপি দুর্বৃত্তদের জ্বালাও,পোড়াও,ভাংচুরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শুধু তাই নয়, সংখ্যালঘু পরিবার হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দু:খ প্রকাশ বরে আরও জানান,আমি বিএনপির একজন নিবেদিত নেতা হিসেবে আওয়ামী সরকারের দু:শাসনামলে রাজপথে থেকে আন্দোলন,সংগ্রাম,জেল খেটেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমাকে জেল খাটতে হয়েছে। তাই আমার বিরুদ্ধে এমন স্পর্শকাতর, অসত্য ও বেদনাদায়ক সংবাদ প্রকাশ করায় দু:খ প্রকাশসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, সোলায়মান হোসেন,শাহজাহান আলী,সোলায়মান হোসেন,সহ-সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী,আহসান হাবীব,আমিনুল ইসলাম,আবু হানিফ,রফিকুল ইসলাম,রনজু মুনসী,,হারুনার রশিদ,সুলতান মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন,কাবলু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।