যশোর শার্শায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
মনা,নিজস্ব প্রতিনিধিঃআগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের শার্শায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শার্শা এর সার্বিক ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম,বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী,এসআই উজ্জল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।