সুুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ১২টায় আশাশুনিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে মন্ডপের আলোকসজ্জা সজ্জিত সহ সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষজনক প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলার সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, পুলিশ সদস প্রমুখ উপস্থিত ছিলেন।