মাদারীপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারত্বের বিরুদ্ধে বিএনপির সচেতনতা মূলক র্যালী ও সমাবেশে
আউয়াল ফকির
মাদারীপুরের রাজৈরে সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারত্বের বিরুদ্ধে সচেতনতা মূলক র্যালী শেষে সমাবেশে করেছে রাজৈর উপজেলা বিএনপি। এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব মিয়ার সভাপতিত্বে মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান (মোফা), রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খান, রাজৈর পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খালাসী, কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেটসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।