যশোর বেনাপোল সীমান্তে বিজিবি ও ‍র‍্যাবের যৌথ অভিযানে গাঁজাসহ ৩ জন আটক

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল সীমান্তের ধান্যখোলা বিওপি (৪৯) ও যশোর রেবের -৬ যৌথ অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ৩ জন আসামীকে আটক করা হয় ।

 

যশোর ব্যাটালিয়ন এর (৪৯) বিজিবির অধিনায়ক জানান,ধান্যখোলা বিওপি এবং র‍্যাব -৬ এর যশোর ক্যাম্পের টহল দল কর্তৃক মেইনপিলার ২৬/৪- এস হতে ১২ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালিয়ে বাহাদুর পুর গ্রাম থেকে এসব গাজা ও আসামী কে আটক করা হয়।


 র‌্যাবেরর টহল দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে:মো: রাসেল এবং বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র।


আটককৃত আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসিম (৩৮), একই গ্রামের জাকিরের পুত্র সাগর (৩৫),দুর্গাপুর গ্রামের মমিনের পুত্র ইমরান (২৯)। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: