সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের প্রতিরোধে সলঙ্গায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।আজ রবিবার বেলা ১১ টায় সলঙ্গা থানা বিএনপির আয়োজনে যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মারুফ হাসান খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সহ সভাপতি কে,এম শহিদুল ইসলাম মজনু,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,যুগ্ন আহবায়ক সেলিম এলাহি, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম,সদস্য সচিব রঞ্জু আহমেদ মোল্লা, সিনি: যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন,

ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ হিরন,সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,সলংগা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,সদস্য সচিব কাবলু মিয়াসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ এর আরও খবর: