যশোর জেলা ও দায়রা জজের সাথে জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
মনা, যশোর প্রতিনিধিঃ
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার ১,ডিসেম্বর দুপুরে জেলা জজকে তার খাস কামরায় ফুলদিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় নবনির্বাচিতদের উদ্দেশ্যে জেলা জজ নিষ্ঠা ও সততার সাথে আইনি পেশা পরিচালনার আহবান জানান। একই সাথে তিনি বলেন, সুষ্ঠু বিচার ব্যবস্থায় বিচারকদের সাথে আইনজীবীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকাটা জরুরি। যা যশোরে বিদ্যমান রয়েছে। যশোরের আইনজীবীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক তা নজিরবিহীন। ফলে যশোরে অনাকাক্সিক্ষত কোনো ঘটনা ঘটেনি। আইনজীবীদের মাঝে এ সুসম্পর্ক অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও সাবেক পিপি এম ইদ্রিস আলী, আরএম মঈনুল হক খান ময়না, কাজী ফরিদুল ইসলাম, আরিফুল ইসলাম শান্তি, এসএম আব্দুর রাজ্জাক। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট ও সাধারণ সম্পাদক এমএ গফুরের নেতৃত্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন।