উল্লাপাড়ায় চলছে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জ প্রতিনিধি :

"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এ শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ভেন্যুতে ৪ দিন ব্যাপী অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের গতকাল শনিবার ছিল ৩য় দিন। সরেজমিনে গিয়ে দেখা গেছে,উল্লাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসের আওতাভুক্ত সলঙ্গা ও রামকৃঞপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপাইভাইজারদের চলছে প্রশিক্ষণ কর্মশালা।সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুনিয়াদি এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন,আব্দুল হাকিম ও আইটি সুপারভাইজার আলমগীর হোসেন।আগামী ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ।শুমারিতে সংশ্লিষ্ট এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান,প্রাতিষ্ঠানিক কৃষি খামার,কৃষি বহির্ভুত অর্থনৈতিক কর্মকান্ড,খানার তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে।উপজেলাবাসীর সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ৩৭৭ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ করানো হচ্ছে বলে উল্লাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান জানান।

সারাদেশ এর আরও খবর: