তাড়াশে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু।

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সার ধাক্কায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে  উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।


নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের বড় মেয়ে।


স্থানীয়রা জানায়, শিশুটি  স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সা ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন,তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।তিনি জানান,কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: