ঠাকুরগাঁও রানীশংকৈলে কলেজপাড়ায় হরিবাসর উৎসব অনুষ্ঠিত।।

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার ৩নং ওয়ার্ডে ৬১ তম হরিবাসর পালিত হচ্ছে।
দেশ মাতৃকার শুভ কামনায় বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় কলেজপাড়া মন্দির অঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। ৬১ প্রহরব্যাপী মহানামা যজ্ঞানুষ্ঠান, পদাবলী র্কতিন ও শ্রী শ্রমিন্মহাপ্রভ’র ভোগ উৎসবটি অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীরাধাগোবিন্দের লীলা রস কীর্তন পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে হাজার হাজার ছোটবড় নারী-পুরুষ বহু-দূর থেকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। হরে কৃষ্ণ হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে হরে রাম হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপ মোচনের নিমিত্তে এক সঙ্গে প্রভুর ত্বরে প্রণাম ও জপ করেন।
জামাত ইসলামের মনোনীত ঠাকুরগাঁও ৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার, মন্দির হরিবাস উৎসব পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার বিপদে-আপদে এগিয়ে যাব। কেউ আমাদের ক্ষতি করতে পারবেনা। এতে আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।