পূবাইলে যুবদল নেতা জমি দখলের অভিযোগ ন্যায় বিচারের চেষ্টায় দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবার।

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ রাজু (গাজীপুর জেলা) প্রতিনিধি


গাজীপুরের পৃবাইলে কেনা জমি রক্ষার দাবিতে দিনের পর দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে অসহায় এক পরিবার। জমি জবর দখল করতে মাটি ভরাট করে জমির উপর দিয়ে রাস্তা তৈরি করেছে এক প্রভাবশালী মহল। 


অসহায় পরিবারটি নিরুপায় হয়ে বর্তমানে থানা পুলিশসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। গত রবিবার দুপুরে গণমাধ্যমকে ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, পৃবাইল থানার হায়দরাবাদ এলাকার ভুক্তভোগী নুরুল ইসলাম সাড়ে তিন কাঠা জমি খরিদ করেন। তার খরিদ করা জমিতে প্রভাব খাটিয়ে মাটি ভরাট করে রাস্তা বানিয়ে বেশ কিছু দিন ধরে দখলের চেষ্টা করছে একই এলাকার ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব ও তার সহযোগীরা। ভুক্তভোগী ও তার পরিবার তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ জমি ওই দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার  ও তার পরিবারের লোকজন স্থানীয় সিটি কর্পোরেশন এবং পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় নুরুল ইসলাম ও তার মেয়ে শামসুন্নাহার  এখন এলাকার বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।


ভুক্তভোগীর মেয়ে শামসুন্নাহার  বলেন, আমার মা ও বাবা কয়েক বছর আগে জমি ক্রয় করেছেন। কিন্তু ৩৯নং ওয়ার্ড যুবদল নেতা হাবিবের নেতৃত্বে তার লোকজন এই জমি জবর দখল করতে মরিয়া হয়ে পড়েছে। জমি দখলকারীদের বিরুদ্ধে আমি পূবাইল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছি। আমি আমার জমি রক্ষা করার জন্য সবার দ্বারে দ্বারে গিয়েও কোনো ন্যায়বিচার পাচ্ছি না। আমার এখন আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ গরিবের পক্ষে সমাজের কেউ থাকে না। পুলিশের কাছে গেছি; কিন্তু তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না।


তবে প্রতিপক্ষ ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব,খুসু ও শান্তা বেগমের  দাবি, তারা  কারও জমি দখল করেননি। তারা যেখানে মাটি ভরাট করছেন সেই জমি এলাকার কয়েকজন মাদবরের পরামর্শে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। 

 হাবিবউল্লাহ হাবিব আরো  জানান আমি সমাধান করতে যাওয়ায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


এবিষয়ে জিএমপি'র পূবাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই জমি দখলের বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ এর আরও খবর: