যশোর মেডিকেল কলেজে সকল রাজনৈতিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা

মনা যশোর প্রতিনিধিঃ
সেবামূলক সংগঠন সন্ধানী সহ সামাজিক, সাংস্কৃতিক, যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রাজনৈতিক সব ধরণের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। যার স্মারক নম্বর-৫৯.১৪.৪১৮৭.০০০.১৪২.০৬.০০০১.২৫।
সূত্র জানিয়েছে, গত ৮ আগস্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় প্রথম সিন্ধান্ত হয় সকল প্রকার সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার জন্য। কিন্তু সে নির্দেশ অজ্ঞাত কারণে কেউ মানেনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি রাজনৈতিক সংগঠন আবারও কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। একই সাথে তাদের সাথে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরাও। ড্যাবের অনুসারী শিক্ষকরা নিজেদের সমর্থকদের মাধ্যমে শিক্ষার্থীদের দুই দলে বিভক্ত করেছেন। ফলে সন্ধানী ইউনিটে গড়ে ওঠে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ। ২৯ জুন ঐশিক গ্রুপের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। আবার একই সংগঠনের ব্যানারে ৩০ জুন কলেজ ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ।
সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষক ও ডাক্তারদের দ্বন্দ্বের বলি হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে পরিস্থিতি শান্ত করতে সন্ধানীর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব জানান, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি এবং মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্ধানীসহ সকল সংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছি। শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।