ঠাকুরগাঁও হরিপুরে সীমান্তে ২শ’ বোতল ফেনসিডিল আটক।

স্টাফ রিপোর্টার,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যের আসা টের পেয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ী। মশালগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মোমিনুল ইসলাম ফেনসিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ৪ জুলাই শেষ রাতে উপজেলার মশালগাঁও বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৮/৯ এস থেকে প্রায় ৩’শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে হাজিপাড়া নামক স্থান থেকে মালিকানাবিহীন অবস্থায় ২শ’ বোতল ফেনসিডিলের একটি চালান উদ্ধার করে তা জব্দ করে। সূত্র জানায়, ঘটনার সময় মশালগাও সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে তিনজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ বাংলাদেশের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তিরা ব্যাগদুটি রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ২০০(দু’শ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। মশালগাঁও বিজিবি কমান্ডার আরও জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।