ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক-১।

মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ
ঝিকরগাছা থানা পুলিশের এসআই(নিঃ)/ জিএম ইমরান হোসেন রাজু, এএসআই (নিঃ)/ এসএম জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অদ্য ১৮/০৭/২০২৫খ্রিঃ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে মোঃ জয়নাল আবেদিন(৫০) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৮০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্ৰেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্ৰামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
এসংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৫, তারিখ-১৮/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।