যশোর বসুন্দিয়া এলাকা হতে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ

ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই (নিঃ)/বাবলা দাস, এএসআই(নিঃ)/ মোহাম্মদ আলী, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সংগীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে আজ ১৯ জুলাই ২০২৫খ্রিঃ সন্ধ্যা ১৮.৪০ ঘটিকায় অত্র থানাধীন বসুন্দিয়া এলাকা হতে মোঃ রিয়াদ হোসেন(২৫) কে ৩০(ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করেছে। সে অভয়নগর থানাধীন শংকরপাশা গ্ৰামের ইসমাইল হোসেনের ছেলে।


এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ এর আরও খবর: